বাঘায় ডিজিটাল পরিসেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভূক্তি বিষয়ক কমশালা

রাজশাহী

বাঘা  প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ডিজিটাল পরিসেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভূক্তি বিষয়ক কমশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬-০৯-২২) উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও সমতা নারি কল্যাণ সংস্থা (এসএনকেএস) এর আয়োজন করে। কর্মশালার প্রধান আলোচক সিডিডির প্রজেক্ট ম্যানেজার মোশারফ হোসেন বলেন,বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ডিজিটাল সেবার দিকে অধিক গুরুত্ব দিয়েছেন। সেই ক্ষেত্রে প্রতিবন্ধী অনেকেই ডিজিটাল সেবা সম্পর্কে জানেন না। কোথায় গেলে কি ধরনের সেবা পাওয়া যাবে কিংবা এ্যাপস এর ব্যবহার তাদের অজানা। আধুনিক যুগে টাস ফোনের মাধ্যমে ডিজিটাল সেবা পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে ডিজিটাল পরিসেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভ’ক্তি করণের বিশেষ দিকগুলো তুলে ধরে বলেন, যারা লেখা পড়া জানেন,তাদের প্রশিক্ষন দিয়ে ডিজিটাল পরিসেবার আওতায় আনা হবে। সরকারের দৃষ্টি আকর্ষন করে বিষয়গুলো নিয়ে সুপারিশ করা হয়।

সমতা নারি কল্যাণ সংস্থার নির্বাহি পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা নাফিজ শরীফ,প্রতিবন্ধী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারন সম্পাদক নুরুজ্জামান, উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন ।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *