রাজশাহীতে জোরপূর্বক প্রাচীর ভেঙ্গে ভূমিদস্যুর জমি দখল, থানায় অভিযোগ

অন্যান্য রাজশাহী

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বোয়ালিয়া ম্যাচ ফ্যক্টরির মোড় এলাকায় জোরপূর্বক প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে। জমির প্রকৃত মালিক দখলে বাধা দিলে মেরে ফেলার হুমকি দেন ভূমিদস্যরা বলে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল বারী।

বোয়ালিয়া মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর শিরোইল মঠপুকুর এলাকার মৃত তামসুরুদ্দিন মন্ডল ছেলে আব্দুল বারী (৪২) বোয়ালিয়া থানাধীন পবা মৌজাস্থ ম্যাচ ফ্যক্টরির মোড়ের পূর্ব পার্শ্বে জে,এল,নং-৮১ নং দাগে ০.০৮৮১ একর জমি দীর্ঘদিন থেকে নিজ দখলে রেখে ভোগ দখল করে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় জমির উপর কিছু চিহ্নিত ভূমি ভূমিদস্যু মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ দুরুল হোদা, মোঃ আফসার হোসেনের ছেলে আজিজুর রহমান,ও পবা নতুন পাড়া এলাকার মৃত সিয়াম আলীর স্ত্রী লাকী বেগম ও অজ্ঞাত আরো ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভোগ দখলকৃত জমি জোরপূর্বক

প্রাচির ভেঙ্গে জমিতে ঢুকে বিভিন্ন নির্মান কাজ করতে থাকে।

আমি সংবাদ পেয়ে তাৎক্ষণিক বোয়ালিয়া মডেল থানাকে অবহিত করি পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে।

পরবর্তিতে ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে তারা আবারো কাজ করার জন্য প্রস্তুতি নেয়। উপরোক্ত ভূমিদস্যু নিম্ন নালিশী তপশীল ভুক্ত সম্পত্তিতে ঘরবাড়ী দেওয়ার জন্য নেউ কাটছে।

পরবর্তীতে আমি বাধা দিলে আমাকে মারমুখি আচরণ করে বলে এই জমিতে আর কখনই আসবিনা। আর আসলে তোকে প্রাণে মেরে ফেলবো বলে হুমকি প্রদান করে।

এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় আমি ওখান থেকে জানে বেঁচে ফিরে আসি।

ভূমিদস্যুরা আমার সীমানা প্রাচীর ভেঙ্গে ও মাটি খনন করে আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ক্ষতি সাধন করে। উল্লেখ্য থাকে যে, জমির তপশীল জেলাঃ- রাজশাহী, থানাঃ- বোয়ালিয়া, জে, এল, নং-৮১ মৌজাঃ- পবা, আর,এস, খতিয়ান নং-৩৩৩ আর. এস দাগ নং- ১৫১১, রকম- ভিটা, পরিমাণ- ০.০৮৮১একর ।

নালিশি তফশীলভুক্ত সম্পতির সামনের অংশে ৫টি দোকান ঘর ।

অভিযোগের বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন থানায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

স্ব.বা/ম

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *