বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত।

জাতীয় স্বাস্থ্য

স্বদেশ বাণী ডেস্ক: গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে “বিশ্ব হার্ট দিবস” উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। শিশু বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা: মো: জনাব আলী মুস্তাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ল্যাব মেডিসিন এন্ড রেফারাল ল্যাব এর প্রধান প্রফেসর ডাঃ তারিক-আল-নাসির, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া। “হৃদয়‎‎‎ দিয়ে হোক হৃদয়ের যতœ” শিরোনামে অনুষ্ঠানে শবু হড়ঃব ংঢ়বধশবৎ হিসেবে পুরো সেমিনার পরিচালনা করেন কার্ডিওলোজী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ মোঃ আব্দুল খালেক, অনুষ্ঠানে আরো উপস্থিত প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ মো: মতিউর রহমান, প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন, প্রফেসর ডাঃ সুজন আল হাসান, প্রফেসর ডাঃ লায়লা আক্তার, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ইন্টার্নী চিকিৎসক ও হাসপাতালের নার্স সহ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক প্রফেসর ডাঃ আব্দুল খালেক মানুষের হার্টকে স্বাভাবিক ও সচল রাখতে এবং হৃদরোগ প্রতিরোধে ও তার ঝুঁকি কমাতে সেমিনারে এক গুরুত্বপূর্ন নিবন্ধন উস্থাপন করেন এবং প্রেজেন্টেশন শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। অনুষ্ঠনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ উপস্থিত সকলকে বিশ্ব হার্ট দিবসের সেমিনার থেকে মূল শিক্ষা সকলের জীবনে বাস্তবায়ন করতে আহবান জানান। তিনি সেমিনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *