কয়রায় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

জাতীয়
খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, উগ্র ধর্মান্ধতা মানুষের বিবেককে বিকলাঙ্গ করে দেয়। বিভেদ সৃষ্টির হাতিয়ার হয়ে দাঁড়ায় ধর্মান্ধতা। আর ধর্মীয় মূল্যবোধ মানুষকে মানবিক করে এবং মানব প্রেমে উদ্বুদ্ধ করে। কাজেই আমরা যেন ধর্মান্ধ না হয়ে ধার্মিক হই। শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার, সাম্প্রদায়িক যে কোন উষ্কানীমূলক কার্যকলাপ,ধর্মন্ধতা  কঠোর হস্তে দমন করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আমাদের পুজা মন্ডপের নিরাপত্তার বিষয়টিও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেক মন্ডবের স্বেচ্ছাসেবীদের যথাযথ গুরুত্ব দিতে হবে। আর অপসংস্কৃতি ধারাবাহিকতায় আমরা যেন আমাদের ঐতিহ্যকে হারিয়ে না ফেলি সেদিকে খেয়াল রাখতে হবে। ২৯ সেপ্টেম্বর বুধবার  বিকালে উপজেলা প্রশাসেনর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কয়রা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে সরকার কতৃক আর্থিক অনুদান  বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এসময় উপজেলার ৫৬ টি পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদকের হাতে প্রতিটি মন্ডব প্রতি  সরকার কতৃক ১৭ হাজার টাকা এছাড়া এমপির বাবুর ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার, উপজেলা চেয়ারম্যান পক্ষ থেকে ১ হাজার ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে ৫০০ টাকা অনুদান তুলে দেয়া হয়।
এসময়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি এ্যাড. অম্বিকা চয়ন সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, যুবলীগ নেতা শামীম সরকার, আরাফাত হোসেন, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারন সম্পাদক আমিনুল হক বাদলসহ সরকারি কর্মকর্তা, সকল পূজামন্ডপ কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *