রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ে মাসব্যপী আমানত সংগ্রহ-২০২২ এর উদ্বোধন

রাজশাহী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ ০২ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যপী আমানত সংগ্রহ-২০২২ এর অংশ হিসেবে ০৪ অক্টোবর ২০২২ তারিখে ব্যাংকের স্থানীয় মুখ্য কার্যালয়ে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গ্রাহক সমাবেশের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক। রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরিন; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম। এছাড়াও গ্রাহক সমাবেশে ব্যাংকের অর্থায়নে পরিচালিত নওহাটা জুট মিলস এর চেয়াম্যান ও ব্যবস্থাপনা পরিচালক; সিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক; শাহমুখদুম মেডিকেল কলেজ এর ব্যবস্থাপনা পরিচালক; অসংখ্য আমানতকারী ও সাধারণ গ্রাহকবৃন্দসহ রাকাব স্থানীয় মুখ্য কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। গ্রাহক সমাবেশে কয়েকজন গ্রাহকের নিকট থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহিদুল হক।

প্রধান অতিথির বক্তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ এবং প্রতিযোগিতামূলক ব্যাংকিং সেক্টরে একটি আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবস্থান সুদৃঢ়করণের জন্য ইতোমধ্যে এ ব্যাংকের সকল শাখায় (৩৮৩টি) সিবিএস (অনলাইন ব্যাংকিং) বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন বর্তমানে ব্যাংকে অনলাইন ব্যাংকিং-এর সকল সুবিধা যেমন- এসএমএস ব্যাংকিং; ইএফটিএন; আরটিজিএস এবং এ-চালনসহ এ্যাপভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন রাকাব-এর সকল গ্রাহক ঘরে বসেই যেকোন সময় তাদের কাঙ্খিত সকল সেবা যেমন- বিভিন্ন ব্যাংক হিসাবে ব্যালেন্স ট্রান্সফার, ইউটিলিটি বিলসমূহ পরিশোধ, মোবাইল টপআপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস- বিকাশ, নগদ, ট্যাপ ইত্যাদিতে টাকা স্থানান্তরসহ নানাবিধ ডিজিটাল সেবা গ্রহণ করছেন। প্রধান অতিথি সমাবেশে উপস্থিত হওয়ায় গ্রাহকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ব্যাংকের নানাবিধ ঋণ ও আমানত সেবাসহ সকল ধরণের অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *