পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী বাসে আগুন, নিহত ১৮

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে বন্যাদুর্গতদের বহনকারী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন বাস্তুচ্যুত নাগরিক ছিলেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাসের যাত্রীরা সবাই একটি যৌথ পরিবারে সদস্য ছিল। সিন্ধু প্রদেশের দাদু জেলার খায়রপুর নাথান শাহে বন্যায় তাদের বাড়িঘর তলিয়ে যায়। সেখান থেকে তাদের করাচিতে স্থানান্তরিত করা হচ্ছিল।

বুধবার (১২ অক্টোবর) রাতে করাচি-হায়দারবাদ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জায়গাটি করাচি থেকে ১৮৫ কিলোমিটার দূরে।স্থানীয় পুলিশ কর্মকর্তা হাশিম ব্রোহি বলেছেন, বাসটিতে ৪৭ জন ছিল। বাসের পেছনে আগুনের সূত্রপাত। মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রæটির কারণে এমন হতে পারে।

সড়ক দুর্ঘটনা পাকিস্তানে নতুন নয়। দুর্বল অবকাঠামো, ফিটনেসবিহীন গাড়ি, মানুষের নিয়ম ভঙ্গের কারণে প্রায়ই মর্মান্তিক ঘটনা সামনে আসে। দেশটির পাঞ্জাব রাজ্যে আগস্টে এক বাস দুর্ঘটনায় ২০ জন মারা যান।

পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২১ সালে দেশে ১০ হাজার ৩৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৪ হাজার ৫৬৬ জন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *