বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস

নিয়োগ

স্বদেশ বাণী ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০ জন ড্রাইভারসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত হয়েছে। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁস হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. যাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে আটক করেছে। তবে তারা বিমানের কোন পদের কর্মচারী তা এখনো জানা যায়নি।

বিমানের এমডি যাহিদ বলেন, ‘পরীক্ষা শুরুর আগেই স্থগিত করা হয়েছে। যেহেতু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটি তদন্ত চলছে তাই আমরা পরীক্ষা স্থগিত করেছি।’

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দারা তদন্ত করছেন। এটি একটি ফৌজদারি অপরাধ, এতে কোন বিমানকর্মী জড়িত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার পরবর্তী ডেট জানানো হবে বলেও জানান এমডি।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়েল) প্রার্থীদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

এছাড়াও জুনিয়র টেইলর কাম আপহোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্টেন্ট, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়েল), জুনিয়র ইলেক্ট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদের পরীক্ষা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *