ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সার্জারী বিভাগের উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী শিক্ষা

স্টাফ রিপোর্টারঃ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সার্জারী বিভাগের উদ্যেগে সেমিনার অনুষ্ঠিত হয়। সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা: কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া। ÒUse of core biopsy for the diagnosis of a suspiciouos breast lump–our expericence in IBMCH” ‎শিরোনামে অনুষ্ঠানে key note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তানিয়া আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত¦াবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান, প্রফেসর ডাঃ অলি আহমেদ, অধ্যাপক ডাঃ শাহ মোঃ বদরুদ্দোজা, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ সুজন আল হাসান, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ নাজমা আরা সহ প্রমুখ। key note speakerডাঃ তানিয়া আহমেদ বলেন- স্তন ক্যান্সার সনাক্তের অত্যাধুনিক পদ্ধতি core biopsy এখন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে করা হয় এবং তার মাধ্যমে প্রাথমিক অবস্থায় অতিদ্রæত রোগ সনাক্ত করা যায়। যার সাহায্যে স্তন ক্যান্সার অপারেশনে পুরো স্তন না কেটেও ক্যান্সার নিরাময় সম্ভব।

অনুষ্ঠনের সভাপতি ও কলেজে অধ্যক্ষ উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন সেমিনার থেকে মূল শিক্ষা গ্রহন করে তা মানব সেবায় পৌচ্ছে দেওয়ার আহবান জানান। তিনি সেমিনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে কলেজের সকল ডাক্তারবৃন্দ ও ইন্টার্নী চিকিৎসবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *