বাগমারায় যুবককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহী লীড

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের কুশলপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে।

আহত যুবক মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের শিলগ্রাম দুবইলের মৃত আব্দুল মজিদরের পুত্র আশরাফুল ইসলাম (২৮)। আহতের বাম কানে ক্ষতের চিহ্ন দেখা গেছে। আহতের ভাই তোফাজ্জল হোসেন জানান, সামাদ গংদের সাথে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে।

গত বুধবার আমার ভাই রাজশাহী সিটিহাটে গরু ক্রয়ের উদ্যেশে যায়। ফেরার পথে বিকেল সাড়ে চার ঘটিকার সময় কুশলপুর (মংলার বাড়ী নিকট) পৌঁছা মাত্র শিলগ্রাম দুবইলের মৃত হোসেনের পুত্র আব্দুস সামাদের নির্দেশে একই গ্রামের হাবিবুর রহমান হবিরের পুত্র আরিফ (২৫), মৃত মতিনের পুত্র ইয়ানুছ (২২) হাতুড়ি ও লোহার রড দিয়ে আমার ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়।

সূত্র জানায়, আহত আশরাফুল ইসলামকে প্রথমে হাটগাঙ্গোপাড়ায় পল্লী চিকিৎক আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নতর চিকিৎসার পরামর্শ দেন। পরবর্তীতে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করালে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী (পুরুষ) ইউনিটে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভিকটিমের ভাই তোফাজ্জল হোসেন সংবাদ কর্মীদের জানিয়েছেন।

মারামারির ঘটনা যেন পত্রপত্রিকায় না ছাপানো হয়, সে জন্য আব্দুস সামাদ দৈনিক সানশাইনের স্থানীয় বাগমারা প্রতিনিধির মা-বাবাকে বাড়ী গিয়ে শাসিয়ে আসে।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হীরেন্দ্র নাথ প্রামানিকের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কেহ আমার নিকট অভিযোগ নিয়ে আসে নাই।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *