এর আগে রোকেয়া প্রাচীর নির্দেশনায় কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেননি তারিন। এবার একই পরিচালকের নতুন ধারাবাহিক নাটক ‘সোনালী দিন’-এ দেখা যাবে তাকে। নাটকটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু। তারিন বলেন, ‘শুকু আপার লেখা গল্প সবসময়ই সুন্দর। সোনালী দিন নাটকটির গল্পও চমৎকার। আমরা অনেকেই এই নাটকে কাজ করেছি। কাজটি বেশ ভালো হয়েছে।’ তারিন অভিনীত সর্বশেষ ধারাবাহিক নজরুল ইলাম রাজুর ‘সানফ্লাওয়ার’।
এই নাটকে তারিনের বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি বিটিভিতে প্রচার শুরু হয়েছে এই অভিনেত্রীর নতুন নাটক ‘ইন্টারভিউ’। নাটকে তারিনের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। মুক্তিযুদ্ধভিত্তিক দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত এই নাটকে তারিনের অভিনয় শুধু দেশেই নয়, দেশের বাইরেও প্রশংসিত হয়েছে। তারিন জানান, ‘ইন্টারভিউ’ নাটকের জন্য দারুণ প্রস্তুতি ছিল তার। এতে এই তারকার অভিনীত চরিত্রটি সত্যিকারের একটি চরিত্র হয়েই দর্শকের সামনে উঠে এসেছে।