তানোরে ভূর্তুকির ধান গম সরিষা মাড়ায় হপার মেশিন বিতরন

কৃষি রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারের ভূর্তুকির ধান, গম, সরিষা ও তিল মাড়ায় করা একটি হপার মেশিন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পরে উপজেলা কৃষি দপ্তরের সার্বিক তত্বাবধায়নে হুমায়ন কবির নামক কৃষককের হাতে হপার মেশিনের চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ এবং কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তারিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: বেলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা বেলাল উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার কামরুল হাসান, উদ্ভিদ কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেশিন পাওয়া কৃষক জানান, সবসহ খরচ হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা, সরকার ভূর্তুকি দিয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা।
কৃষি কর্মকর্তা জানান, কৃষিতে আধুনিকায়ন করতে বর্তমান সরকার নানা মুখী প্রকল্প গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় হপার মেশিন দেওয়া হয়েছে। মেশনটি সেল্পে চলবে।
এর আগে চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের অফিসারেরা অফিসার্স ক্লাব পরিদর্শন করেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষদ হলরুমে মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *