যুক্তরাষ্ট্রে সমকামী ক্লাবে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি ক্লাবে হামলা চালিয়েছে এক বন্ধুকধারী। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৮ জন। রোববার (২০ নভেম্বর) কলোরাডোর পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

কলোরাডো স্প্রিংসের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেছেন, এটা খবুই দুঃখজনক ঘটনা। কারণ একটি ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ক্লাবটি কিউ নামে পরিচিত।

এক বিবৃতিতে কাস্ত্রো জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্লাব কিউ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের কমিউনিটির ওপর ভয়াবহ হামলা হয়েছে। এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। তাছাড়া দ্রুত হামলাকারীকে ধরার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

কলোরাডো স্প্রিংস পুলিশ বিভাগ ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করতে যাচ্ছে। তবে কী কারণে হামলা হয়েছে তা এখনো স্পষ্ট করেনি পুলিশ।

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলা শুরু হওয়ার পরই নিরাপত্তা ও জরুরি বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন।

এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীরা হমলা চালায়। সে সময় ৫০ জন নিহত হন। আহত হন আরও ৫৩ জন।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *