বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা বিতরণ

রাজশাহী

নিজেস্ব প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে আবাধ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, শীতকালিন পেঁয়াজ, মুগডাল, ভুট্টা, সূর্যমুখী সহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারঃ) ফিরোজ আহমেদ’র স্বাগত বক্তব্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ,উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু প্রমুখ।

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি” এই  স্লোগানকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের মাঠে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ বাগাতিপাড়া সাব জোনাল অফিসের এজিএম মনজুর রহমান, উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সহ-সভাপতি দ্বিপক কুমার কুন্ডু প্রমুখ। শেষে ৬ জন দরিদ্র অসুস্থ্য মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *