আজ সকাল ৯ ঘটিকায়অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক: রাজশাহী নগরীর কোর্ট বাজার সংলগ্ন সড়কে, কাগজসহ সব ধরনের শিক্ষা উপকরণের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে,

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর শাখা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এর সভাপতি হাফেজ মোঃ খাইরুল ইসলাম সহ বিপুল সংখ্যক সাধারণ ছাত্রজনতা। মিছিল শেষে সমাবেশে বক্তব্য মহানগর সভাপতি বলেন, বর্তমান আওয়ামী সরকারের সীমাহীন দূর্ণীতির কারণে আজ শিক্ষা উপকরণ, খাতা,কলম, কাগজসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বক্তা আরো বলেন, সম্প্রতি খাতার দাম বেড়ে ৩ গুণ হয়ে গেছে, দিস্তা খাতার দাম ২৩০ টাকা থেকে বেড়ে ৫২০ টাকা হয়েছে। অন্যদিকে A4 কাগজের মূল্য ২৩০ টাকা থেকে বেড়ে ৪৪০ টাকা হয়েছে। প্রতি নিয়ত শিক্ষা উপকরণ এর দাম বৃদ্ধি পেতেই আছে।

অবিলম্বে বাংলাদেশের সকল শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নতুবা সাধারণ ছাত্রদের সাথে নিয়ে অবৈধ দূর্নীতিবাজ সরকারের এর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *