তানোরে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় 

গণমাধ্যম রাজশাহী
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার সকালের দিকে নির্বাহীর দপ্তরে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, আশ্রয়ন প্রকল্পের বাড়িসহ সরকারের নানা উন্নয়ন বিষয়গুলো তুলে ধরেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম,  সাংবাদিক সাইদ সাজু, আলিফ হোসেন, ইমরান হুসাইন, লুৎফর রহমান, টিপু সুলতান, মনিরুজ্জামান মনি, বকুল হোসেন, মিজানুর রহমান, সারোয়ার হোসেন,সোহানুল হক পারভেজ, সানাউল্লাহ স্বপন, সোহেল, বিশ্বজিৎ, আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও আরো জানান, উপজেলায় সরকারের দেওয়া প্রায় ২০০ অধিক বাড়িতে গৃহহীন রা মনোরম পরিবেশে বসবাস করছেন, আরো ১০০ অধিক বাড়ির কাজ চলছে। যে কোন উপজেলার চেয়ে এই উপজেলার রাস্তাঘাট চকচকে হয়ে আছে। রাস্তার দূর্ভোগ নেই।
মডেল মসজিদ, উপজেলা কমপ্লেক্সের কাজ শেষের দিকে এবং টেকনিক্যাল কলেজের কাজও শেষের দিকে, হয়তো অল্প সময়ের মধ্যে উদ্বোধন হবে। মুক্তিযুদ্ধের চেতনার সরকার আছে বলেই এত মন্দার মধ্যেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *