রাজশাহীতে এবার সিএনজি চালিত অটোরিকশাও বন্ধ

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশর আগে সিএনজি চালিত অটোরিকশাও ধর্মঘট ডাকা হয়েছে। সকল সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্টেশনের দাবিতে রাজশাহীতে অনিদিষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল ধর্মঘট শুরু কওে তারা। আজ শুক্রবার দুপুর ১২টার দিক থেকে হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল মালিক সমিতির সভাপতি আহসান হাবিব গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিএনপি নেতারা দাবি করছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের চাপে এ ধর্মঘট ডেকেছেন। বিএনপি নেতাদের দাবি, বাস ধর্মঘটের কারণে ছোট ছোট যানবাহনে করে আসছেন নেতাকর্মীরা। এ কারণে সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল ধর্মঘট ডাকা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির এক নেতা অভিযোগ করে বলেন, ‘আগামীকাল শনিবার সমাবেশে বিএনপি নেতাকর্মীদের পথে পথে আসতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু নেতাকর্মীদের আসা বন্ধ করা যাচ্ছে না। এরই অংশ হিসেবে একটার পর যানবাহন ধর্মঘট ডাকা হচ্ছে।’

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *