৩০তম সম্মেলন দ্বিতীয় অধিবেশন শেষ, ছাত্রলীগের কমিটি শেখ হাসিনার সিদ্ধান্তে

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: দ্বিতীয় অধিবেশন শেষ, ছাত্রলীগের কমিটি শেখ হাসিনার সিদ্ধান্তে ছাত্রলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তৃতা করেন ওবায়দুল

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি করার কোনো সিদ্ধান্ত হয়নি। সবার সম্মতিতে কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সব প্রার্থীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ সিদ্ধান্ত হয়। এ অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট।

দ্বিতীয় অধিবেশনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব হবে। প্রস্তাবের পক্ষে সমর্থন ও পাস করে সেটি নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) কাছে পাঠাবে। পরে নেত্রী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন।’

ওবায়দুল কাদেরের বক্তব্যের পরই ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘আজ দ্বিতীয় অধিবেশন থেকে আমরা আপনাদের (প্রার্থী) সবার নাম আপার (শেখ হাসিনা) কাছে পাঠাবো। এতে আপনারা একমত? সবাই তখন একাত্মতা পোষণ করেন।’

লেখক ভট্টাচার্যের বক্তব্যের পর ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা এখান থেকে সবার সিভি আপার কাছে পাঠাবো। আপা আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *