প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার চান চকরিয়ার জাহেদ

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ছিল আজ। পথে প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার আশায় সকাল থেকে জনসভাস্থলের পাশের সড়কে ফেস্টুন নিয়ে দাঁড়ান জাহেদ ইসলাম রুবেল (৩০) নামে এক যুবক। পেট্রোল বোমায় নিহত বাবা হত্যার বিচার চান তিনি।

ফেস্টুন হাতে রাস্তায় দাঁড়ানো রুবেল চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মৃত মো. ইউসুফের ছেলে।

বাবার হত্যার বিচার চেয়ে রুবেল বলেন, আমার বাবা মো. ইউসুফ ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কাতারে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লা চৌদ্দগ্রামে পৌঁছার পর ঢাকাগামী বাসে জামায়াত-বিএনপির পেট্রল বোমা সন্ত্রাসে আগুন লেগে বাবা মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় মামলার সাত বছর পার হলেও এখনো হত্যার বিচার পাইনি আমরা। অনেক চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি আমার পরিবার।

রুবেল আরও বলেন, আজকে কক্সবাজারে প্রধানমন্ত্রীর আসছেন। সেই সুবাদে তার নজরে আনতে বাবা হত্যার বিচার চেয়ে ফেস্টুন হাতে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে বাবা হত্যার ন্যায় বিচার পাবো। বাবা হত্যার বিচার নিশ্চিত করতে পারলে সন্তান হিসেবে নিজেকে ধন্য মনে করবো।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *