মুখোমুখি হলেও বিএনপি নেতাকর্মীদের বাধা দেয়নি আওয়ামী লীগ

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: সমাবেশ শেষে ফেরার পথে মুখোমুখি হলেও বিএনপির নেতাকর্মীদের বাধা দেননি আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি লাঠিসোঁটা নিয়ে দিনভর অবস্থান নিলেও সংঘর্ষে জড়াননি সরকারদলীয় কর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে দলটি। বিকেল ৪টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ১০ দফা ঘোষণা করেন। এরপর সাড়ে ৪টায় সমাবেশ শেষে নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করতে শুরু করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক নেতাকর্মী সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইপাড়সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন।

সকাল থেকে সরকারদলীয় নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করায় ফেরার পথে সংঘাতের আশঙ্কা করছিলেন বিএনপির অনেক নেতাকর্মী। তাই অধিকাংশ নেতাকর্মী দলবদ্ধভাবে সমাবেশস্থল ছাড়েন।

যাত্রাবাড়ী মোড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অবস্থান নেন মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে শোডাউন করেন। তবে পাশ দিয়ে বিএনপি নেতাকর্মীরা গেলেও কোনো ধরনের উসকানি বা সংঘাতে জড়াতে দেখা যায়নি কোনো পক্ষকে।

একই চিত্র দেখা যায়, সায়েদাবাদ ও ধোলাইপাড়সহ বিভিন্ন পয়েন্টে। ফলে অনেকটা শৃঙ্খলভাবে সমাবেশস্থল থেকে বাড়ি ফিরতে পেরেছেন বিএনপির নেতাকর্মীরা।

স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *