বাঘা প্রতিনিধি:
সোনারতরী’৭১ এর আয়োজনে নৌকা’ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় কাটাখালি ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে, বাঘা স্পোটস একাডেমী ফুটবল দল। মঙ্গলবার (১৩-১১-১৮) বিকেল সোয়া ৪টায় রাজশাহীর বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই দু’দলের মধ্যে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে বাঘা ফুটবল দলের পারভেজের দেওয়া ১ গোলে পরাজিত হয় কাটাখালি ফুটবল দল। খেলা পরিচালকের (রেফারি) দায়িত্ব পালন করেন মমিনুল ইসলাম হিটলার। সহকারি পরিচালক হিসেবে ছিলেন,আবুল ফজল ও আবু হেনা মোস্তফা জামান বাপ্পি। ধারা বিবরনীতে ছিলেন, প্রভাষক আব্দুল হানিফ মিঞা ও বিকে কুমার রায়।
খেলা শেষে ওয়ালটন ‘শো’রুম বাঘা শাখার ব্যবস্থাপক মাজেদুর রহমান বাঘা ফুটবল দলের ম্যান অব দ্যা ম্যাচ সাহাবুদ্দিনকে পুরুস্কৃত করেন। এছাড়াও পরিছন্ন দু’জন খেলোয়াড়-বাঘা ফুটবল দলের পারভেজ ও কাটাখালি ফুটবল দলের স¤্র্রাটকে পুরুস্কুত করেন মুঞ্জু ডিজিটাল ডায়াগনষ্ট্রিক সেন্টারের স্বত্তাধিকারি ডা.মিঠন। উপস্থিত ছিলেন.এ্যাডভোকেট আব্দল হান্নান, প্রবীন ফুটবলার শীফকুল ইসলাম,আব্দুস সাত্তার,আব্দুল লতিফ মিঞা,জাফর ইকবাল প্রমুখ।
ফুটবল প্রেমী হাজারো দর্শকের পদচারনায় কানাই কানাই পরিপূর্ণ হয়ে উঠে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত হজরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহ দৌলা (রহঃ) এর ¯œৃতি বিজড়িত পুণ্যভূমিখ্যাত রাজশাহীর বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। সংগঠনটির সভাপতি মাইনুল ইসলাম মুক্তা জানান, ৮টি দল খেলায় অংশ গ্রহন করে। ১নভেম্বর বাঘা স্পোর্টস একাডেমী ও গোরিপুর ফুটবল একাদশের ম্যাচ দিয়ে শুরু হয় ‘নৌকা’ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী প্রথম খেলা। আয়োজিত এ খেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ।