রাজশাহী সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহী

স্বদেশ বাণী ডেস্ক সিরাজগঞ্জের সদর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে কর্মরত এক ইঞ্জিনিয়ারসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় এবং শনিবার ভোরে জেলা শহরের নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিরাডাঙ্গা গ্রামের চাঁদ মিয়া মন্ডলের ছেলে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুতে কর্মরত ইঞ্জিনিয়ার হামিদুর রহমান (২৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা হাওলাদারপাড়া গ্রামের শ্রী রামপদ হাওলাদারের ছেলে কানাই হাওলাদার (২৮)। আহতরা হলেন রামপ্রসাদ হালদার (৪০), পরি হালদার (৪৫) ও আজাহার আলী (২৮)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার রাতে ইঞ্জিনিয়ার হামিদুর রহমান মোটরসাইকেলযোগে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা অন্য একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ শনিবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, শনিবার ভোরে জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্চা এলাকা থেকে পাঁচজন জেলে অটোভ্যানে করে মাছ ধরার উদ্দেশ্যে শহরের মালশাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা শহরের নিউ মার্কেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কানাই হাওলাদার নামে এক জেলের মৃত্যু হয় এবং বাকিরা আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ব.বা/রু

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *