বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ১৫২ পিচ ইয়াবাবড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অটকৃকতরা হলো-উপজেলার আলাইপুর গ্রামের দোস্তল মিয়ার ছেলে রাকিব হোসেন (২৯) ও আব্দুল আলীর ছেলে সোহান আলী (২৫)। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
পুলিশ জানায়, শুক্রবার (২০ জানুয়ারী) রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর এলাকা থেকে অবৈধ ১৫২ পিচ ইয়াবাবড়িসহ তাদের আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো ।
স্ব.বা/বা