নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছে।
আজ সকাল ৮ টার দিকে উপজেলার গোপালপুর- বনপাড়া সড়কের গোপালপুর বিএম কলেজের সামনে এঘটনা ঘটে। নিহত আমিনুল বড়াইগ্রাম উপজেলার আঠুয়া গ্রামের আবেদ আলীর ছেলে ও আহত আসলাম উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মোলল্লা মুন্সির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ রোববার সকালে গোপালপুর গামী সিএনজির সঙ্গে বনপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই আমিরুল মারা যায় এবং আহত আসলামকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইট বোঝাই ট্রলি ও সিএনজি জব্দ করা হয়েছে।