তানোরে ৩৯টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১জন

রাজশাহী
তানোর প্রতিনিধি: তানোর উপজেলার সিমান্তবর্তী চৌবাড়িয়া বাজার থেকে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ৩৯ টি ভারতীয়  চোরাই মোবাইলফোন ও নগদ ৮হাজার ৮শ’ টাকাসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামী হলেন, মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র জাহিদ হাসান (৩০)।
এঘটনায় তানোর থানার এসআই আব্দুর রউফ বাদি হয়ে ১জনকে আসামী করে ৪১১/৪১৩ ধারা আইনে মামলা দায়ের করেছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে চৌবাড়িয়া বাজারে ভারতীয় চোরাই মোবাইল ফোন গোপনে ক্রয় বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *