নাটোরের বাগাতিপাড়ায় সাবেক খেলোয়াড়দের দিন ব্যাপী মিলনমেলা!

রাজশাহী

নাটোর প্রতিনিধিঃ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল‍‍‌‌ এই প্রতিপাদ্য এবং ‘এসো মিলি প্রানের টানে’ শ্লোগানে নতুন প্রজন্মের মাঝে খেলাধূলায় উৎসাহিত করতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাবেক খেলোয়াড়দের দিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু করে সন্ধ্যা অবধি চলে এই মিলন মেলা।

এতে উপজেলার ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় দেড় শতাধিক সাবেক খেলোয়াড় অংশ নেন। দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের দেখে অনেকে আবেগাপ্লুত হন এবং কোলাকুলিতে মেতে উঠেন। এরপর বাদ্যের তালে তালে বিদ্যালয় মাঠ থেকে এক মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর হয়ে উপজেলার দয়ারামপুর বাজার প্রদক্ষিণ করে ইউএনও পার্ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ওই বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে দুপুরের ভোজ শেষে এই মিলন মেলা উপলক্ষ্যে নাটোরের সিংড়া দমদমা ফুটবল একাডেমি ও রাজশাহীর পুঠিয়া ফুটবল একাডেমির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সিংড়া দমদমা ফুটবল একাডেমি ২-১ গোলে পুঠিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে।

এর আগে দুপুরে বিদ্যালয় মাঠে খেলোয়াড় জীবনের পুরোনো স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক যুগ্ম সচিব মলয় কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, সাবেক ফুটবলার মন্টু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও মোবাইল গেমস থেকে দূরে রেখে খেলার মাঠে ফেরাতে তাদের এই আয়োজন।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুস্কার বিতরণ এবং সকল উপস্থিত সাবেক খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে প্রায়ত সাবেক খেলোয়াড়দের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *