বাঘা প্রতিনিধি:
পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম মাওলানা বাবাজান কামাল- ডাঃ নূরুজ্জামান-শাহাজাহান আলী পচা পাগল মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)’র খেলাফত দিবস উপলক্ষে উপজেলার মনিগ্রাম ভান্ডারী পাক দরবার শরিফ কবিরাজ পাড়ায় ১৪ তম ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরশ মাহফিলে জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে আশেকান, তরিকান, জাকেরান ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। রোববার রাতে এই ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ মিঞা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মুনজুরুল হক মনি, দলিল লেখক সমিতির সভাপতি জহুরুল হক স্বপন, মনিগ্রাম ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মোমেন সরকার, রকছেদ আলীসহ প্রমূখ।
আশাদুল হক মাইজ ভান্ডারী’র ভান্ডারীর সার্বিক তত্বাবধায়নে উক্ত অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান টপাক ও মহরী আব্দুস সালাম ভান্ডারী ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেণ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী পীরে কেবলা মুর্শিদে কামেল হযরত শাহ্ সূফী গাউছুল আজম ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডারী (কেঃ কাঃ)।