যুক্তরাষ্ট্রের দুটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকিতে সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ বিধ্বস্তের ঘটনাটি ঘটে। বিষয়টি স্থানীয় সামরিক বাহিনী নিশ্চিত করেছে। খবর বিবিসির।

তারা জানিয়েছে, তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এটি বড় ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছাকাছি ট্রিগ কাউন্টি এলাকায় ঘটেছে।

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, একটি হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে ফোর্ট ক্যাম্পবেলের একজন মুখপাত্র বলেন, দুটি এইচএইচ৬০ বø্যাকহক হেলিকপ্টার ‘একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে’ বিধ্বস্ত হয়েছে। ‘ক্রু সদস্যদের অবস্থা এখনো জানা যায়নি।’

তারা বলেন, ‘কমান্ডটি বর্তমানে পরিষেবা সদস্যদের এবং তাদের পরিবারের যতœ নেওয়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করছে।’

তারা আরও জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। তদন্তের পর তথ্য প্রকাশ করা হবে। ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটি ট্রিগ কাউন্টি থেকে অল্প দূরে অবস্থিত। জড়িত হেলিকপ্টারগুলো ১০১তম এয়ারবর্ন ডিভিশনের, যা মার্কিন সেনাবাহিনীর একমাত্র বিমান হামলা বিভাগ এবং আন্তর্জাতিকভাবে বিরোধপূর্ণ অঞ্চলে পাঠানো হয়েছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *