চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিন সহ ১ জন আটক

রাজশাহী লীড

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী টোল প্লাজা নামক স্থানে থেকে ০১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০৭ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিনসহ ১ জনকে আটক করে ৫৯বিজিবি’র একটি বিশেষ টহল দল।

আটক কৃত আসামি হলেন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার হেতাংকা ছোট মসজিদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোঃ কমল (৩৮)। ৫৯বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী দেশ হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে।

এরই প্রেক্ষিতে (২৬ মে) ২০২৩ তারিখ শুক্রবার রাত সাড়ে ১০টার সময় (৫৯বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী টোল প্লাজা নামক স্থানে অবস্থান নিয়ে ০১টি সিএনজি অটো রিকশা তল্লাশী করে আসামির কোমরে লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় ০১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০৭ রাউন্ড গুলি ও ০২টি ম্যাগাজিন সহ মোঃ কমল (৩৮) পিতা-মৃত আলী হোসেন, গ্রাম-হেতম খাঁ ছোট মসজিদ, ডাকঘর-ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী
তাকেঁ হাতেনাতে আটক করে। আটককৃত আসামী ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *