বিসমিল্লাহ বলে মুখে শূকরের মাংস, মুসলিম নারীর টিকটক ভাইরাল

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন টিকটক ইনফ্লুয়েন্সার লিনা মুখার্জি। ভাইরাল হওয়া সেই ভিডিওর কারণে ব্লাসফেমি আইনে এই মুসলিম নারীকে দুই বছরের সাজা দিয়েছে ইন্দোনেশিয়ার আদালত। সেই সঙ্গে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে তাকে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করার পর গত মার্চ মাসে লিনার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হয় লিনার বিরুদ্ধে।

গত মঙ্গলবার দক্ষিণ সুমাত্রার পালেমবাংয়ের একটি আদালত ৩৩ বছর বয়সী লিনা মুখার্জিকে ব্লাসফেমি আইনের অধীনে ‘নির্দিষ্ট ধর্ম ও গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর’ দায়ে দোষী সাব্যস্ত করে। তাকে দুই বছরের কারাদণ্ডের সঙ্গে পাশাপাশি ১৬ হাজার ২৪৫ ডলার (২৫ কোটি ইন্দোনেশিয়ান রুপি) জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড হবে।

এই সাজার প্রতিক্রিয়ায় সিএনএনের কাছে লিনা বলেন, ‘জানি আমি ভুল করেছি। কিন্তু এমন শাস্তি পাব তা ভাবতেও পারিনি।’

ইসলামে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ। আর ইন্দোনেশিয়ায় অধিকাংশ মানুষই মুসলিম। ভিডিওটি ভাইরাল হওয়ার ইন্দোনেশিয়ার রক্ষণশীল সংগঠনগুলোর সমালোচনার শিকার হন লিনা। ইন্দোনেশিয়ান ওলামা কাউন্সিল লিনার কার্যকলাপকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করে।

ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, এমন দাবি জানিয়ে ইন্দোনেশিয়ার মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ব্লাসফেমি আইনের বিরোধিতা করে আসছে।

আহক নামে অধিক পরিচিত জাকার্তার প্রাক্তন গভর্নর বাসুকি তাজাহাজাকে এই বিতর্কিত আইনে ২০১৭ সালে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাচনী প্রচারাভিযানে কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেছিলেন বলে ব্লাসফেমি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

স্ব.বা/বা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *