ইসরাইলের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান হামাস প্রধানের

আন্তর্জাতিক লীড

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম উম্মাহকে ইসরাইলের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের যোদ্ধাগোষ্ঠী হামাস নেতা ইসমাইল হানিয়া।

রোববার পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। কাতারে অনুষ্ঠিত এ বৈঠকে হামাসের সাবেক প্রধান খালেদ মিশালও উপস্থিত ছিলেন। খবর জিয়ো নিউজের।

জেইউআইএফ মুখপাত্র আসলাম ঘৌরি বলেছেন, উভয় পক্ষ ফিলিস্তিন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আলোচনায় পাকিস্তানের এই বর্ষীয়ান রাজনীতিক হামাস নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মাওলানা ফজলুর রহমান গাজায় ইসরাইলের নৃশংসতার প্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

মাওলানা ফজলুর রহমান কাতারে বসে আরব নেতাদের সঙ্গে আলোচনা করে গাজায় ত্রাণ পৌঁছানোর পথ বের করার আশা করেন।

বৈঠকে ইসমাইল হানিয়া ইসরাইলের আগ্রাসনের মুখে মুসলিম উম্মাকে একত্রিত হওয়ার আহ্বান জানান।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *