আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

জাতীয় লীড

স্বদেশ বাণী ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ১০টায় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

শেখ হাসিনার পক্ষে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কর্মী সমর্থকেরা গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা ত্যাগ করলে মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন কিনবেন।

২০০৮ সালে তিনটি আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন শেখ হাসিনা। ২০১৪ সালে দুটি আসন এবং সর্বশেষ নির্বাচনে একটি আসন থেকে নির্বাচন করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *