বাঘা (রাজশাহী) প্রতিনিধি: চোর সন্দেহে দুইজনকে বাড়ি থেকে তুলে এনে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত দুইজন হলো- বাঘা উপজেলার চাঁনপুর গ্রামের রায়হান আলী ও লালপুর উপজেলার কচুয়া গ্রামের সুমন আলী। সোমবার (০৪-১২-২০২৩) বিকালে এই ঘটনা ঘটে। পরে তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়,গত রোববার (৩ডিসেম্বর) রাতে দুড়দুড়িয়া রিপন আলী নামের একজনের ব্যাটারি চালিত ৩ চাকার উলকা গাড়ি চুরি হয়ে যায়। পরে খোঁজ না পেয়ে সন্দেহজনকভাবে ওই দুইজনকে ধরে এনে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পেটানো হয়। রিপর আলী লালপুরের দুড়দুড়িয়া গ্রামের বাসিন্দা।
রায়হান জানান, বাঘা উপজেলার খানপুর গ্রামের তার বড় বোনের বাড়ি থেকে ধরে নিয়ে এসে প্রথমে সরেরহাট-দুড়দুড়িয়া মিষ্টারের মোড়ে,পরে রিপনের ঘরের মধ্যে আটকায়ে পেটানো হয়। তারা উলকা গাড়ি চুরি সাথে জড়িত নন বলে দাবি করেছেন। বিষয়টি জানার পর স্থানীয় এক সাংবাদিক সেখানে গিয়ে ছবি তুলতে চাইলে বাঁধা দেওয়া হয়।
রিপন আলীর ভাষ্য, তারা দু’জন উলকা গাড়ি চুরি করেছে বলে কয়েকজনের মাধ্যমে জানতে পারেন। সেই সন্দেহে স্বীকারের জন্য তাদের ধরে আনা হয়েছিল। তবে কারা মারধর করেছে,তা জানাতে চাননি। এর আগে চুরির বিষয়ে,লালপুর থানায় জিডি করেছেন বলে জানান।
লালপুর থানার পরিদর্শক( ওসি) উজ্জল হোসেন জানান,বিষয়টি জানার পর একজন অফিসারকে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে সুনিদিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি।
বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, মারপিটের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।