মোঃ রওশন আলম নওগাঁ: নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউপি সদস্য মোঃ কামাল হোসেন (৩৭) ও মাোঃ ডালিম(২৩) নামে ২ যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিন্দু বাজার ঘোড়াদহ নামক স্থানে সহিদুলের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মান্দা উপজেলার বাদলঘাটার রফিজ উদ্দিনের ছেলে মোঃ কামাল হোসেন, অপর জন হলেন উপজেলার বিজয়পুর গ্রামের মোঃ উসমানের ছেলে মোঃ ডালিম।
এ ব্যাপারে মান্দা উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ নূরুন্নবী বলেন, বিন্দু বাজার ঘোড়াদহ সহিদুলের ইট ভাটার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়। এ সময় খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে পৌঁছে দু-জনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।