বিএনপি’র সমাবেশে আসতে পথে পথে বাধা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শুরু হয়েছে রাজশাহী বিভাগীয় সমাবেশ। রোববার বাদ যোহর রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় সড়কের উপর এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বেলা ৩টার দিকে বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই মঞ্চে উপস্থিত হন।

তবে দুপুরে বৃষ্টি ছাড়ার পর থেকে সমাবেশকে কেন্দ্র করে দলে দলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন আর স্লোগানে সমাবেশ মুখো হচ্ছেন সমাবেশ স্থল।

এদিকে, বিভাগীয় মহাসমাবেশ সামনে রেখে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাইক্রোবাস, অটো রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথে পথে ট্রাফিক পুলিশ বাধা ও গাড়ি থেকে নামিয়ে দেয়ারও অভিযোগ তুলেছেন বিএনপির নেতারা।

রোববার বিএনপি নেতাকর্মীরা অনেক কষ্টে সিএনজি অটোরিকশা ও ভ্যানে গ্রামের রাস্তা দিয়ে রাজশাহী পৌঁছেছেন। আগাম ঘোষণা ছাড়া ওই রুটে গাড়ি বন্ধ করে দেয়ায় সপ্তাহের প্রথম দিন অফিস গামী জনগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এর আগে শনিবার জল্পনা কল্পনা শেষে ২২ শর্তে সড়কে সমাবেশের অনুমতি দেয় প্রশাসন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলী, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয়, মহানগর এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিত আছেন।

স্ব.বা/শা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *