মোঃ রওশন আলম,নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২টা১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।এরপর মান্দা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্স, মান্দা ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মান্দা প্রেস ক্লাব, মান্দা উপজেলা প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ৪৯-নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ(গামা), উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, মান্দা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, তদন্ত-ওসি আব্দুল গনি, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওশাদ আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।