বাঘায় র‌্যাবের হাতে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী লীড

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মোঃ আজিবুল (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন,২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সে রাজশাহীর বেলপুকুর থানার জামিরা (দক্ষিণপাড়া) গ্রামের মোঃ জনাব আলীর ছেলে। সোমবার (২৬ ফেব্রুয়ারী ২০২৪ ) রাত সাড়ে ৯টায় বাঘা উপজেলার হেলালপুর এলাকার মনিরুল ইসলাম এর বাড়ী সংলগ্ন হেলালপুর টুু মহদীপুর গামী পাঁকা রাস্তার উপর থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অস্ত্র আইনে বাঘা থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৫, রাজশাহীর কোম্পানী কমান্ডারের কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে অপারেশন চালানোর সময় পালানোর চেষ্টা করে মোঃ আজিবুল। এ সময় তাকে গ্রেপ্তার করে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, র‌্যাব-৫ এর পক্ষ থেকে সহকারি পরিদর্শক(এসআই) রাজিউর রহমান বাদি হয়ে মোঃ আজিবুল এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে। মঙ্গলবার (২৭-০২-২০২৪) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *