কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে জাতীয় দলের তারকা ক্রিকেটার, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এমপি’কে সরাসরি দেখতে এসে দুর্ঘটনার শিকার হয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে এক যুবক আহত। আহত ঐ যুবক বাঁচবে কিনা যথেষ্ট শঙ্কা রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছে। ছেলেটির পরিচয় এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, আজ বিকালে উপজেলার ধোড়করা বাজারে হার্লেন ব্র্যান্ডের (কসমেটিকস) একটি শো-রুম উদ্বোধন করার কথা রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ইমন এর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি’র।