প্রেস বিজ্ঞপ্তি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ রেলের উন্নয়ন ও বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কাজ নিয়ে বক্তব্য রেখেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে রোববার (২৬ মে) সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় নানা সুপারিশ তুলে ধরেন কমিটির সদস্য সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা।
সভায় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।