রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বক্তব্য রাখলেন এমপি বাদশা

বিশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ রেলের উন্নয়ন ও বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের কাজ নিয়ে বক্তব্য রেখেছেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে রোববার (২৬ মে) সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় নানা সুপারিশ তুলে ধরেন কমিটির সদস্য সংসদ সদস্য মো. শফিকুর রহমান বাদশা।

সভায় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *