রাজশাহীতে শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি: এমপি বাদশা

রাজশাহী লীড

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহীতে কর্মসংস্থানের অভাব রয়েছে। এটিকে গুরুত্ব দিয়ে রাজশাহীর জন্য উপযোগী শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি। কারণ শুধু সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছেন। উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। সে প্রকল্পগুলোর বিষয়ে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে চিকিৎসা, কণ্যাদায় ও মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনসাব জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংসদ আরও বলেন, রাজশাহীতে কৃষিভিত্তিক উন্নয়নের দিকটিকে গুরুত্ব দেয়া হচ্ছে। কৃষি পণ্য পরিবহণে বর্তমানে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু আছে। এ সেবাকে কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সে লক্ষ্যে কাজ করছি। নিমার্ণ শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

উপস্থিত ছিলেন, কমিটির সহসভাপতি মো. নাসির, মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. হারুণ অর রশিদ, কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী প্রমুখ। অনুষ্ঠানের শেষে চেক বিতরণ করা হয়।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *