রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

রাজশাহী লীড
স্টাফ রিপোর্টার: তৃতীয় ধাপে রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলায় ভোট গ্রহন চলছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। থেমে থেমে কিছু ভোটার ভোট দিতে আসতে দেখা গেছে। তবে উপস্থিত কম লক্ষ করা গেছে।
ভোটার উপস্থিতি একেবারে কম থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা নিয়ে প্রবেশের ব্যাপারে বেশ বাধা প্রদান করেছেন অনেক কেন্দ্রে। পবার আলিগঞ্জ মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহীন বলেন, ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করবেন না। এবং কোন প্রকার ছবি তুলবেন না। পবার বায়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গেলে এখানকার পিজাইডিং অফিসার আসাদুল্লাও এমন কথা বলেন।
সকাল ১১ টার দিকে আলিগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেছে সেই কেন্দ্রের ২৯১৮ জন মহিলা ভোটারের মধ্যে মাত্র ৬১ জন ভোট দিয়েছেন।
বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪৭০২ ভোটের মধ্যে দুপুর ১২ টা পর্যন্ত  আনুমানিক সাত শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। ঐ কেন্দ্রের ১১ নং বুথে দেখা গেছে বারোটার সময় ৩৫৩ ভোটের মধ্যে মাত্র ৩৩ জন ভোট দিয়েছে। অন্য কেন্দ্রগুলো ঘুরেও এমন চিত্র দেখা গেছে।
দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস-চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন।
এদিকে মোহনপুর উপজেলার কিছু কেন্দ্রে ভোটের উপস্থিতি সামান্য বেশি হলেও বাকী কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। ভোটের উপস্থিতি কম থাকলেও পরিবেশ অনেকটা ভালো দেখা গেছে।
এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১২৯। এর মধ্যে পবা উপজেলায় ভোট কেন্দ্র ৮৪টি এবং ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। আর মোহনপুর উপজেলায় ভোট কেন্দ্র ৪৫টি এবং মোট ভোটার এক লাখ ৪৫ হাজার ৫৪৩।
স্ব.বা/বা
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *