সিরাজগঞ্জে (শাহজাদপুর) উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

জাতীয়
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ আজ বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়, চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে গত সোমবার ১৯টি এবং গতকাল মঙ্গলবার আরও তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে আজ ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৬ উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই ধাপে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলায়  নির্বাচিত হলেন যারা :
চেয়ারম্যান পদে সাবেক মেয়র জনাব হালিমুল হক মিরু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ লাভলু পেয়েছেন ২৯৯৬৬ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭১৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মাহবুবে সোবহান শেখ সজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মারুফ হোসেন সুনাম পেয়েছে ৫৭৭০২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: লাবনী খাতুন ৬১১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান  মোছা: মৌসুমী খাতুন পেয়েছে ৪২৬৫১ ভোট।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *