মোঃ ইউনুছ আলী, সিরাজগঞ্জ: ৪ জুন ( মঙ্গলবার) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দুইজন ও শাহজাদপুর উপজেলার একজন বজ্রপাতের নিহিত হয়েছে । নিহতরা হলেন এনায়েতপুর থানার চর বেতিল এলাকার মোহাম্মদ তারার ছেলে আল আমিন ( ২৫) ও খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ মারুফ হোসেন (১৫) এবং শাহজাদপুর উপজেলার চর পোরজনা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ আব্দুস সালাম (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা অন্তর্গত চর বেতিল মাঠে খেলা করার সময় দুই যুবক বজ্রপাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদেরকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। অপর দিকে একই সময়ে শাহজাদপুর উপজেলার চর পোরজনা গ্রামের আ: সালাম জমি থেকে ধান নিয়ে আসার সময় বজ্রপাতে নিহত হন ।