প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে দুইদিন ব্যাপী স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফী এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ জুন এস এমই ফাউন্ডেশন আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ- ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
প্রশিক্ষক তরুন কর্মকর, রাজশাহী ওয়েব এর সভাপতি মোসা: আন্জুমান আরা পারভীন। মোসা: তাহমিনা আক্তার (মিনু) প্রোপাইটর মিনু বুটিকস এন্ড সিল্ক ফ্যাশান আফরোজা আজিজ (মুন্নী) প্রোপাইটর রং রেজিনী প্রমূখ উপস্থিত ছিলেন।
রোকসানা হুদা বিউটি পার্লার এ্যাসোসিয়েশন এর সভাপতি রোকসানা হুদা সভাপতিত্ব করেন। এতে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।