গুঁড়িয়ে দেওয়া হলো সাদিক অ্যাগ্রো, আজই শুরু খাল খনন

জাতীয় লীড

ধানমন্ডি (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খাল দখল করে গড়ে তোলা পশু খামার সাদিক অ্যাগ্রোর মূল অংশ ও খামারের পাশের একটি রিকশা গ্যারেজ উচ্ছেদ করেছে  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদকৃত অংশে আজই খাল খনন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাকাব্বীর আহমেদ।

সম্প্রতি ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে খামারটি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ দখলদার ছিল তাদের বিরুদ্ধে এই অভিযান। খালের জমি পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন থেকে চিহ্নিত করা হয়েছে। এর আগেও এখান থেকে উত্তর সিটির মেয়র ট্রাকস্ট্যান্ড সরিয়েছেন, বহুতল ভবন ভেঙেছেন। এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ।

তিনি আরও বলেন, আজকের অভিযানে রামচন্দ্রপুর খালের তীর দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়। আমাদের অভিযান অবৈধ দখলদারদের বিরুদ্ধে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *