বাগাতিপাড়ায় স্ত্রীকে জবাই করার অভিযুক্ত পলাতক স্বামী সিরাজগঞ্জ থেকে আটক

রাজশাহী লীড

ফজলুর রহমান, বাগাতিপাড়া(নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ বছর বয়সী স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যার পর ৮ বছর বয়সী শিশু কন্যা আসমানিকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে স্বামী আসমত আলী বিরুদ্ধে। দুপুরে পলাতক স্বামীকে সিরাজগঞ্জ থেকে আটক করা হয়।

মৃত সুফিয়া একই এলাকার জামনগর পশ্চিমপাড়া মৃত সবেদ মালের মেয়ে।৩য় স্ত্রীকেও বিষ খাইয়ে হত্যার করেছিলো এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর

শুক্রবার (২৮ জুন) ভোরের দিকে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আসমত আলী একই এলাকার মৃত আতাহার আলীর ছেলে। সে পেশায় একজন চোর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুফিয়া বেগমকে বিয়ে করার আগে আরও তিনটি বিয়ে করে আসমত আলী। প্রথম স্ত্রী ২ সন্তান নিয়ে হাঁপানিয়া গ্রামে বসবাস করেন,২য় স্ত্রী পার্শ্ববর্তী পুরিয়া থানার সর্দারপাড়া গ্রামে বসবাস করেন,৩য় স্ত্রী পার্শ্ববর্তী আড়ানি এলাকার ঝিনা পাড়া গ্রামে বসবাস করতেন,তবে তাঁকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রয়েছে আছমতের উপর।৩য় স্ত্রী মারা গেলে প্রেমের মাধ্যমে ৪র্থ স্ত্রী সুফিয়াকে বিয়ে করেন আছমত।

কিন্তু পেশায় চোর হওয়ায় বিয়ের কিছুদিন পর থেকেই আসমত ও সুফিয়ার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। সম্প্রতি একটি ক্ষেত থেকে সবজি চুরির ঘটনা নিয়ে আজ শুক্রবার স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের সালিশি হওয়ার কথা ছিলো। এ বিষয় নিয়ে গতকাল রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়।

বোন রুহিলা জানান,তার ভগ্নিপতি(দুলা ভাই) আসমত তার সাথে মাঝে মধ্যে ফোনে কথা বলে কিন্তু বোনের সাথে কথা বলতে চাইলে নানা তাল-বাহানায় ফোন দিতে অস্বীকার করে, বাধ্য হয়ে অনেক সময় বোনকে দেখতে তার বাড়িতে এলে বোন সুফিয়া স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের বিভিন্ন অঙ্গ দেখাতেন,এ বিষয়টি নিয়ে সামাজিক ভাবে অনেকবার বিচার শালিস ও ইতিপূর্বে হয়েছে, এখন তাদের দাবী বোন সুফিয়াকে হত্যার দায়ে আসমতের ফাঁসি চাই।

বড় ভাই বিচ্ছেদ মাল বলেন,আমরা ৮ ভাই বোনের মধ্যে সুফিয়া একজন,তিনি খুবুই পরিশ্রমি ছিলেন,রাস্তায় মাঠ কাটা কাজ করে অনেক টাকা যোগাড় করেন,তাকে বিভিন্ন প্রলোভোন দেখিয়ে প্রায় ১৭ বছর আগে বিয়ে করেন,তাদের থাকা জন্য আমাদের বসতভিটায় একটি ঘর করে দিই,আসমত সেখানে থেকে এলাকার জনগণের মালামাল চুরি করতে থাকে এজন্য তাকে ও বোনকে আমরা বাড়ি থেকে বের করে দিই।

আজকেও চুরির ঘটনা নিয়ে তাঁর বিচার হবে এমনি কাহিনিকে কেন্দ্র করে বোনের সাথে কলহের এক পর্যায়ে তাকে হত্যা করেছেন আছমত এমনি অভিযোগ বড় ভাই বিচ্ছেদ মালের।

ঘটনার সত্যতা স্বীকার করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ও এলাকাবাসী জানান, সকালে আসমত আলী প্রতিবেশী এক যুবককে মোবাইল ফোনে কল করে তার বাড়ীতে কি হয়েছে কেউ ফোন রিসিভ করছেনা কেন তা দেখতে বলেন। এরপর সেই যুবক আসমত আলির বাড়ীতে গেলে ঘরের মধ্যে সুফিয়া বেগমের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্ররণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আসমত আলী কোন কাজ না করে বিভিন্ন স্থানে চুরি ও বিয়ে করে বেড়াতো এসব নিয়ে তাদের মধ্যেকার কলোহ থেকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

আসমত আলীকে দুপুরে সিরাজগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব- ৫, এ সময় শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে।

আটকের চেষ্টা সহ শিশু কন্যাকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। স্বামী সহ শিশু কন্যা আসমানী খাতুনকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *