ফজলুর রহমান,বাগাতিপাড়া নাটোর: চলমান কোটা সংস্কারের এক দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় এই প্রথম নাটোরের বাগাতিপাড়ায় উপজেলাতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্ররা।
বুধবার ১৭ জুন বিকেল ৩ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় ও পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল বাজার সহ বাউয়েট’ এর মুল ফটকের সামনেএ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও স্যাপার কলেজের শিক্ষার্থীরা স্কুল ও কলেজ প্রধান গেট থেকে দয়ারামপুর বাজারে বিক্ষোভ মিছিল নিয়ে ধুপইল বাজারে গিয়ে মিছিল শেষে সেখানে বাগাতিপাড়া টু বনপাড়া সড়ক অবোরোধ করে রাখে।
পরে সেখান থেকে এসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব টেকনোলজি (বাউয়েট) উদ্দেশ্যের রওনা হয়ে মুল ফটকের সামনে ১ ঘন্টা অবস্থা করে পূনরায় দয়ারামপুর বাজারে এসে প্রায় ঘন্টা ধরে সকল রাস্তা অবরোধ করে রাখেন।
এ সময় তারা দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলা , হত্যা ও কোটা বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দেয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে সারা দেশের সাথে সমন্বয় করে তারা আন্দোলন চালিয়ে যাবেন।