স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পবা উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়। বুধবার (৩১ জুলাই) আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ৯৫টি চারা রোপণ ও বিতরণ করা হয়।
কাঠাল,মেহগনি,পেয়ারা,সেগুন গাছের চারা বিতরণ ও রোপণসহ আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রী ও কোম্পানি কমান্ডারের মাঝে বিতরণ করেন আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা উজ্জ্বল কুমার সরকার ।
উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা ফজিলাতুন্নেসা, উপজেলা কোম্পানী কমান্ডার, ইউনিয়ন কোম্পানী কমান্ডার, দলনেতা – দলনেত্রীসহ আনসার ভিডিপির সদস্য বৃন্দ।
আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা উজ্জ্বল কুমার সরকার জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আনসার ও ভিডিপি`র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এসব চারা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠে সে জন্য উপযুক্ত পরিচর্যা করা হবে। এছাড়া আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।