স্টাফ রিপোর্টার: সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈশম্যবিরধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। আজ ৪ আগস্ট সকাল থেকে রুয়েট তালাইমারী এলাকায় হাজারও ছাত্র-ছাত্রী, শিক্ষক, অবিভাবকসহ সর্বস্তরের জনগণ বিক্ষোভে অংশগ্রহণ করে।
সকালে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিলে নিয়ে রুয়েট গেটের সামনে আসতে থাকে আন্দোলনকারীরা। তাদের অসহযোগ আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজ থেকে আশা সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শ্রেনী পেশার মানুষ। এসময় সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ ছাত্রজনতা।