দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি

জাতীয় বিশেষ সংবাদ লীড

স্বদেশ বাণী ডেস্ক: অবশেষে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার বিকাল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি।

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সেখানে দ্রুততম সময়ের মধ্যে সংসদ বিলুপ্তির কথা বলেছিলেন তিনি। আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল রাতের মধ্যেই সংসদ বিলুপ্তির ঘোষণা আসবে। কিন্তু মঙ্গলবার দিন পেরিয়ে দুপুর হলেও এই ঘোষণা আসেনি।

এ অবস্থায় সংসদ বিলুপ্তি ঘোষণা করতে বিকেল ৩টার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায় তারা। এছাড়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্ত না করলে বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সংসদ বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *