বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সরকার পতনের পর বিজয় সমাবেশ ও র্যালি করেছে দলটি। মঙ্গলবার(০৬-০৮-২০২৪) বিকেল ৪টায় বাঘা পৌর সদরের তেঁতুল তলায় সমাবেশ পরবর্তী বিজয় র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে আসর নামাজের পর গায়েবী জানাযার নামাজে অংশ নেন দলটির নেতা কর্মীরা।
উপস্থিত ছিলেন- জামায়াতের সাবেক উপজেলা আমির ও উপজেরা রিষদেও সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ছাত্র শিবিরের উত্তর সংগঠনের সভাপতি তরিকুল ইসলামসহ দলটির হাজারো নেতা কর্মীরা।
সমাবেশে তারা বলেন, পক্ষ থেকে কোথাও যেন হামলা,ভাংচুর .লুটপাটের মতো কাজে কেউ যেন অংশ না নেন। তারা বলেন,জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল। আমরা আমাদের কাজের মাধ্যমে তা প্রমান করতে চাই। শান্তির বার্তা নিয়ে যে যাত্রা শুরু হয়েছে তা ধওে রাখার দায়িত্ব আমাদের নিতে হবে।